ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) সকাল দশটায় উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্থবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, অফিসার ইনচার্জ টিপু সুলতান প্রমূখ। এছাড়াও আওয়ামী লীগের উদ্যোগে পৃথক দুটি গ্রুপে শোক দিবস পালন করা হয়।
