ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হালুয়াঘাটে শোক দিবসে আলোচনা ও পুরষ্কার বিতরণ

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৬:০৭ পিএম

হালুয়াঘাট প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যদিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, র‌্যালি, আলোচনা সভা ও খাবারের আয়োজন করা হয়।

পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কুইজ, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, মিসেস ঝর্ণা ঘোষ, পৌর মেয়র খায়রুল আলম ভুঞা, সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান, মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।  

AH
আরও পড়ুন