ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিজয় দিবসে উন্মুক্ত লাউয়াছড়া জাতীয় উদ্যান

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ এএম

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পর্যটকরা কোনো টিকিট ছাড়াই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে দেখতে পারবেন।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম জানান, মন্ত্রণালয়ের নির্দেশনায় বিজয় দিবসে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান উন্মুক্ত থাকবে। শুধুমাত্র এ দিন সব শ্রেণিপেশার মানুষ বিনামূল্যে জাতীয় উদ্যানে প্রবেশের সুযোগ পাবেন।

লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য বিখ্যাত।

RA
আরও পড়ুন