লক্ষ্মীপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এরপর শহরের ঝুমুর এলাকায় বিজয় চত্বরে শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মো. তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাই রাফিন সরকার, পৌর মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র মো. হায়দার মাসুম ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রর্দশন এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
