ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লক্ষ্মীপুরে পতাকা অবমাননা, আটক ৪

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:২৬ পিএম

লক্ষ্মীপুরে বিজয় দিবসের দিন পতাকা অবমাননা প্রতিবাদ করায় দুপক্ষের মারামারিতে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায়  আট জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের উত্তর তেমুহনী এলাকায় মোহাম্মদীয়া হোটেলে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয় দিবস শহরের উত্তর তেমুহনী এলাকার মোহাম্মদীয়া হোটেলে নাস্তা করতে যান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান সংগঠনের সহসভাপতি ও হামছাদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওমর ফারুক এবং সদর থানা শাখার সহসভাপতি ও রায়পুর চর বংশী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আরিফুর রহমান।

এ সময় হোটেল গেইটে পতাকা প্রদর্শনে অবমাননা করা হয়েছে বলে প্রতিবাদ করেন তারা। এ নিয়ে হোটেলের পরিচালক রাকিব হোসেনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে হোটেল কর্মচারীদের হামলায় ওমর ফারুক ও আরিফুর রহমান আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তানের সদস্যরা জড়ো হতে থাকেন। বিষয়টি জানাজানি হলে পুলিশসহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে পরিস্থিতি শান্ত করে।

সদর থানার এসআই ওলি উল্ল্যাহ জানান, এ ঘটনায় আট জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এটি ফৌজদারি অপরাধ। এ ঘটনায় নিয়মিত মামলা নিতে সদর থানাকে বলা হয়েছে।

RA
আরও পড়ুন