কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জুর উঠান বৈঠক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ এএম

পিরোজপুরের কাউখালীতে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে কাউখালীর মানিক মিয়া কিন্ডার গার্টেন চত্বরে জাতীয় মহিলা পার্টির উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপজেলা সভাপতি আফরোজা আক্তারের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো. দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি বাবু সুনীল কুন্ডু ও যুগ্ম-সম্পাদক রেবেকা শাহীন চৈতী ও আওয়ামী যুবলীগের উপজেলা আহ্বায়ক অধ্যক্ষ অলক কর্মকার।

তাসমিমা হোসেন বলেন, নৌকায় ভোট দিলে দেশ বাঁচবে, মানুষ বাঁচবে, গণতন্ত্র বাঁচবে। নির্বাচনের সুযোগে এক শ্রেণির রাজনীতিবিদ শেখ হাসিনার এবং বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরা সংসদ নির্বাচনের বিরোধীতাকারীদের চাইতেও বিপজ্জনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত ১৪ দল তথা আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীদের নির্বাচিত করে এই বিপদ থেকে জাতিকে রক্ষা করতে হবে।

এছাড়াও বলেন, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বিগত ৩৮ বছর ধরে কাউখালীসহ পিরোজপুর-২ আসনে সংসদে প্রতিনিধিত্ব করছেন। তিনি ৭ বার সংসদ সদস্য হয়েছেন, ৫ বার মন্ত্রিসভায় ছিলেন। সরকারে এবং বিরোধী দলে যখনই যেখানে তার অবস্থান ছিলো তিনি নিজের মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন।

তাসমিমা আরও হোসেন বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্যোগকে বাস্তবায়ন করতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্ববহ। এই নির্বাচনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর মনোনয়নে আওয়ামী লীগ ও ১৪ দলের যেসব প্রার্থী নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বিজয়ী করে কাঙ্ক্ষিত অর্জনকে নিশ্চিত করতে হবে।

উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ চাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

SN
আরও পড়ুন