ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মৌলভীবাজারে বাড়ছে ঠান্ডাজনিত রোগী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:১২ পিএম

শীতে নাজেহাল মৌলভীবাজারের মানুষ। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের আন্তঃ ও বহির্বিভাগে ঠান্ডার প্রকোপে বিভিন্ন বয়সী রোগীর চাপ বেড়েছে। শস্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি হওয়ায় বারান্দায় বিছানা করে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এতে দুর্ভোগে পড়েছেন রোগীর স্বজনরা। হাসপাতাল থেকে বিনামূল্য ওষুধ দেওয়া হলেও কিছু ওষুধ কিনতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শীত মৌসুম শুরুর পর থেকেই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত ৩০ থেকে ৩৫ শিশু প্রতিদিন ভর্তি হচ্ছে হাসপাতালে।

চা বাগান থেকে আসা এক শিশুর মা চম্পা কুর্মি বলেন, বাচ্চার ডায়রিয়ায় হয়েছিল, তাকে নিয়ে দশদিন হাসপাতালে রয়েছি। এখন সে অনেকটা সুস্থ। তাই আজ বাড়ি ফিরবো।

সদর হাসপাতালের দায়িত্বরত নার্স জানান, শীতজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ায় প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। শিশু ওয়ার্ডে বেডের বিপরীতে রোগী বেশি।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের (ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক) ডা. বিনেন্দু ভৌমিক জানান, শীতের প্রভাবে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিন শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তাদের মধ্যে অনেকে একদিনে আবার কেউ দুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে।

FI
আরও পড়ুন