কুড়িগ্রামে বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:০৭ পিএম

নির্বাচন বর্জন, গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়বিচারের দাবিতে আদালত বর্জন করেছেন কুড়িগ্রামের বিএনপিপন্থী আইনজীবীরা। সোমবার (১ জানুয়ারি) দুপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং ইউনাইটেড ল-ইয়ার্স কাউন্সিলের আয়োজনে কুড়িগ্রাম জজকোর্ট আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে আইনজীবী নেতারা অভিযোগ করে বলেন, বর্তমানে দেশের কোথাও ন্যায়বিচার নেই। বিরোধীদলের নেতাকর্মীদের অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। জামিন না দিয়ে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হচ্ছে। আমরা এসব অন্যায়ের প্রতিবাদে সারাদেশে আদালত বর্জনের ডাক দিয়েছি। দলমত নির্বিশেষে আইনজীবীরা আমাদের ডাকে সাড়া দিয়ে শুনানিতে অংশ নিচ্ছেন না।

IL
আরও পড়ুন