কক্সবাজারের উখিয়ায় এপিবিএনের এক এএসআইকে দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২১ জানুয়ারি) দুপুরে এএসআই সাগর হাওলাদার আদালতে আত্মসমর্পণ করেন। এসময় কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিনের আদালত দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত হওয়া সাগর হাওলাদারকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাগর ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি থেকে গত বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বেতন-ভাতার ৩০টি ভুয়া বিল তৈরি করে ৩ লাখ ১২ হাজার ৯০৪ টাকা আত্মসাৎ করেছেন।
দুদকের আইনজীবী আব্দুর রহিম জানান, মামলার মেরিট বিবেচনা করে আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে।
