ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দ্বিতীয় পর্বের ইজতেমা শুক্রবার শুরু 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০০ এএম

আগামী শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। এ পর্বে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

এদিকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছে ময়দান ও মালামাল হস্তান্তর করা হয়েছে। এরপর বিকাল ৩টার দিকে দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে মাঠ ও মালামাল হস্তান্তর করেন জেলা প্রশাসক।  

মাঠ বুঝে পেয়ে সাদের অনুসারীদের শীর্ষস্থানীয় মুরব্বি আবদুস সালাম সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, আমরা মাঠ বুঝে পেয়েছি। ছোটখাটো কিছু সমস্যা আছে। প্রশাসনের সহায়তায় সমাধান করে নেব।

 

Jm/MR/WA
আরও পড়ুন