আগামী শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। এ পর্বে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।
এদিকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছে ময়দান ও মালামাল হস্তান্তর করা হয়েছে। এরপর বিকাল ৩টার দিকে দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে মাঠ ও মালামাল হস্তান্তর করেন জেলা প্রশাসক।
মাঠ বুঝে পেয়ে সাদের অনুসারীদের শীর্ষস্থানীয় মুরব্বি আবদুস সালাম সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, আমরা মাঠ বুঝে পেয়েছি। ছোটখাটো কিছু সমস্যা আছে। প্রশাসনের সহায়তায় সমাধান করে নেব।
