ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘বিটিএস’-এর টানে ঘরছাড়া তিন কিশোরী উদ্ধার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৩ পিএম

রাজধানীর মেরাদিয়ার নোয়াপাড়া এলাকা থেকে ‘বিটিএস’-এর টানে ঘরছাড়া তিন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) খিলগাঁও থানা পুলিশ গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে তাদের উদ্ধার করেছে। উদ্ধারকৃত কিশোরীরা হলো- রুবিনা আক্তার মিম (১৩), রিজুয়ানা রিজু (১৪) ও বর্ষা আক্তার (১৪)।

খিলগাঁও থানার ওসি সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে সাইবার নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী পশ্চিমা থানা এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ভুক্তভোগী তিন কিশোরী নিজেরাই ঘর ছেড়েছিল।

তিনি বলেন, ওই তিন কিশোরী খুবই দুরন্ত প্রকৃতির। ঘটনার দিন তারা ঢাকা থেকে গাজীপুরে চলে যায়। একটি বাসা ভাড়া নিয়ে সেখানেই বসবাস শুরু করে। শুধু তাই নয় কোরিয়ানদের মতো ফিটনেস অর্জনের উদ্দেশ্যে জিমেও ভর্তি হয়। দেশটিতে যাওয়ার জন্য ইন্টারনেট দেখে কোরিয়ানরা যা করে তা শেখার চেষ্টা করছিল। তাদের পরিকল্পনা ছিল গার্মেন্টসে চাকরি করে যে টাকা পাবে তা দিয়ে কোরিয়া যাবে।

তিনি আরও বলেন, বিস্তারিত জানার জন্য তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের মা-বাবাসহ স্বজনদের সামনেই জিজ্ঞাসাবাদ করবো আমরা। এসবের পেছনে অন্য আর কোনও কারণ রয়েছে কি না তখন হয়তো সেগুলো জানা যাবে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ রুবিনা ও বর্ষা মেরাদিয়ায় আলাদা দুটি মাদ্রাসায় পড়তো, আর রিজুয়ানা পড়তো বনশ্রীর একটি স্কুলে। তারা তিন বান্ধবী একে অপরের বাসায় একসঙ্গে সময় কাটাতো। বাড়ির মধ্যেই তিন বন্ধুর একসঙ্গে দীর্ঘ সময় কাটানোর বিষয়টি স্বাভাবিক মনে করে খতিয়ে দেখেনি অভিভাবকরাও। বাসা ছেড়ে যাওয়ার আগে রিজুয়ানা রিজু তার মাকে চিঠি লিখে যায়। চিঠিটিতে সে লেখে, মা, আমাকে মাফ করে দাও। আমি বিটিএস-এর কাছে যাচ্ছি। সাউথ কোরিয়া যাবো। আর আমি গেলে তোমাদের তো খুব ভালো হবে- তাই না! আমাকে খোঁজার চেষ্টা করবে না। আমি বিটিএস-এর একজন মেম্বারকে বিয়ে করবো। আমি একা না আমার সাথে আরও তিন জন আছে। তোমরা আমার কোনও শখ পূরণ করো না। ভালো লাগে না, এজন্য আমি ঘর ছেড়ে গেলাম।

সন্তানদের না পেয়ে মা-বাবা ও স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। তাদের না পেয়ে গত ২৯ জানুয়ারি রুবিনার বাবা মো. রুবেল মিয়া খিলগাঁও মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি রুবিনার সঙ্গে তার দুই বান্ধবীর নিখোঁজের কথাও উল্লেখ করেন। যাওয়ার সময় রুবিনা ঘর থেকে নগদ চার লাখ টাকা নিয়ে যায় বলে জানান তার বাবা।

IL/SA
আরও পড়ুন