উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।
পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হলেন ৬ জন। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র ডা. শফিকুল ইসলাম, বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ, এনায়েতুর রহমান, নাসির উদ্দিন খান, আবুল কালাম আজাদ ও মারজিয়া আক্তার।
অন্যদিকে ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি আর ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পটুয়াখালী পৌরসভায় মোট ভোটার ৫০ হাজার ৬৯৯ জন। ৯টি সাধারণ ওয়ার্ডে ২৪টি ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।
