ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মিয়ানমারে ৩৩০ জনকে ফেরত পাঠানো হলো

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১০ পিএম

আশ্রয় নেওয়া মিয়ানমারের ৩৩০ জনকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কর্ণফুলী জাহাজে ফেরত পাঠানো হয়েছে। দুই ধাপে একই জাহাজে তাদের ফেরত পাঠানো হয়। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তথ্য যাচাই-বাছাই শেষে তাদের কক্সবাজারের উখিয়ার ইনানী নৌবাহিনী জেটিঘাট থেকে জাহাজে তোলা হয়।

এ সময় সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূত অং কিয়াও মোয়ে উপস্থিত ছিলেন।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জান সিদ্দিকী বলেন, বাংলাদেশ বিশ্বে মানবিকতার পরিচয় দিয়ে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করেছে। আর নতুন কোন মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

এর আগে এদিন ভোর থেকে হস্তান্তর অনুষ্ঠানের আনুষাঙ্গিক কার্যক্রম শুরু হয় এবং বুধবার রাত থেকে বিজিবি ও র‌্যাবের যৌথ টিমের সমন্বয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে ইনানী নৌবাহিনীর জেটি ঘাটসহ আশেপাশের এলাকা।

MB/FI
আরও পড়ুন