ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে সাত দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ। সপ্তাহব্যাপী এই মেলা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক মো. শাহজাহা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
