ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাঁদপুরে বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৭ পিএম

চাঁদপুরে বশিরুল্লাহ পাটওয়ারী নামে এক ব্যক্তিকে মারধর করায় তারই ছেলে ফারুক হোসেনকে (৪০) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোবহানপুর গ্রামে পাটওয়ারী বাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

ইউএনও বলেন, রোববার সকালে বাগাদীতে বাবার ওপর ছেলে আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। জিজ্ঞাসাবাদে বশিরুল্লাহ পাটওয়ারীর ছেলে অপরাধী ফারুক সচেতনভাবে দোষ স্বীকার করেন। যার ফলে আদালত তার অপরাধ আমলে নিয়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

AH/WA
আরও পড়ুন