ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শত কণ্ঠে ৭ মার্চের ভাষণ

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৫:০৩ পিএম

নড়াইলে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে সুলতান মঞ্চ চত্বরে হাজারো কণ্ঠে ভাষণ উচ্চারিত হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করেন তারা।

এর পরপরই সুলতান মঞ্চ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজারো মানুষের সমন্বয়ে ‘৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার’, ‘২৭০ ফুট লম্বা ও ৮৫ ফুট দৈর্ঘ্য বাংলাদেশের মানচিত্র’ ও ‘৬০ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থ বিশিষ্ট জাতীয় পতাকা’ প্রদর্শিত হয়।

৭ মার্চের স্মরণে কর্মসূচির অংশ হিসেবে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান মো. শাহাবুদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা, পুলিশ সুপার মেহেদী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। এছাড়া অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

RA/SA
আরও পড়ুন