নড়াইলের দুটি আসনে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম

নড়াইলের দুটি সংসদীয় ৯৩ নড়াইল-১ ও ৯৪ নড়াইল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং দুই প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এ ঘোষণা দেন।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আ. ছালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হোসনে আরা তান্নি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবির, নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার এবং নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চুসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জানান, দাখিল করা মনোনয়নপত্র যথাযথ থাকায় নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ দাখিল সাপেক্ষে তাদেরকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।

এদিকে নড়াইল-১ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী সাকিব আল হাসান, লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মো. সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, আসজাদুর রহমান মিঠু, উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, গাজী মাহবুয়ার রহমান ইমরান, সুকেশ সাহা আনন্দ, গাজী খালেদ আশরাফের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ  জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সর্দার এবং মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এর মধ্যে, জাতীয় পাটির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী লায়ন নূর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, নড়াইলের দুটি আসনে মোট ২৫ জন মনোনয়পত্র নেন। এর মধ্যে নির্ধারিত সময়ে নড়াইল-১ আসনে ১৫ জন প্রার্থী এবং নড়াইল-২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

SN
আরও পড়ুন