ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রে ভোটগ্রহণ ২০ মিনিট বন্ধ ছিল। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে ইভিএমে অনেক ভোটারদের আঙুলের ছাপ মিলছে না বলে অভিযোগ করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি)।
টিটু বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে ভোটারদের আঙুলের ছাপ মিলছে না তাই অনেক ভোটারকে বাড়ি ফিরে আবার জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোটকেন্দ্রে আসতে হচ্ছে।
