গাইবান্ধার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেন শহিদুল ইসলাম শিপন ও তার স্ত্রী শামীমা আখতার ছনিয়া। নির্বাচনে অংশ নিলেও নিজের পক্ষে ভোট না চেয়ে স্বামীর জন্য গণসংযোগ করেছিলেন ছনিয়া। আর স্বামীকে জয়ী করতে গিয়ে হারিয়েছেন নিজের জামানত। রোববার (১০ মার্চ) সাদুল্লাপুর উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
নিবার্চনে চশমা প্রতীকে শহিদুল ইসলাম শিপন সাত হাজার ৫২৮ ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে তার স্ত্রী শামীমা আখতার ছনিয়া রজনীগন্ধা প্রতীকে পাঁচ ভোট পেয়ে জামানত হারান।
শনিবার (৯ মার্চ) ভোটগ্রহণ শেষে ওইসব প্রার্থীর মধ্যে শহিদুল ইসলাম শিপন বিজয়ী হন। এছাড়া তার স্ত্রী শামীমা আখতার ছনিয়া ও সহোদর ভাই জাহিদ হাসান সেলিমসহ ছয় প্রার্থী জামানত হারান। এই নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাদুল্লাপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আতাউল হক বলেন, ধাপেরহাট ইউপির চেয়ারম্যান পদে হওয়া উপনির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ২৫ হাজার ৪০৩। নির্বাচন কমিশনের বিধিমালা অনুয়ায়ী ভোট কাস্টিংয়ের আট ভাগের এক ভাগ ভোট কম পাওয়ায় শামীমা আখতার ছনিয়া, জাহিদ হাসান সেলিম, সজল মিয়া, নবাকুল ইসলাম, আল মামুন মণ্ডল ও জিয়াউর রহমান জিয়ার জামানত বাজেয়াপ্ত হয়।
উল্লেখ্য, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শফিকুল কবির মিন্টুর মৃত্যুতে এ পদটি শূন্য হয়। এরপর শনিবার (৯ মার্চ) এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
