শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মুসাফির নামের চার মাস বয়সী শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান।
তদন্ত কমিটিতে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক হোসনে আরাকে প্রধান করা হয়েছে। এছাড়াও সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) আতিকুর রহমান ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তারকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত চিকিৎসক শরীফ-উর রহমানকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, তদন্তে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে বুধবার (১৩ মার্চ) রাতে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুসাফিরের।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শরীয়তপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের চরপালং এলাকার রাজিব-রুবিনা দম্পতির শিশুপুত্র মুসাফিরকে পেটে গ্যাস ও ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে ভর্তি করা হয়। এসময় হাসপাতালের চিকিৎসক শরীফ-উর রহমানের পরামর্শ অনুযায়ী শিশুটিকে তরল জাতীয় ঔষধ খাওয়ানোর পর শিশুর অবস্থা খারাপ হয়। পরে কর্তব্যরত স্টাফ নার্স সীমা বৈদ্য, ওয়ার্ডবয়, আয়া এবং শিশুটির স্বজনরা জরুরী বিভাগে বেশ কয়েকবার চিকিৎসককে ডেকে আনতে যান। তবে চিকিৎসক শরীফ-উর রহমান চিকিৎসা সেবা দিতে আসেননি। একপর্যায়ে রাত ৮ টার দিকে মারা যায় শিশু মুসাফির।
