ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১২:৫১ পিএম

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) ভোররাতে ধামরাই পৌরশহরের মোকামটোলা মহল্লায় ইব্রাহিম হোসেন লিয়াকতের বাসায় ভাড়াটিয়ার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। জানা যায়, ভোররাতে সেহরির জন্য রান্না করার সময়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।  

দগ্ধরা হলেন নান্নু মিয়া (৬০), তার স্ত্রী সুফিয়া বেগম (৪৮), মেয়ে  সাথী আক্তার (২১) ও ছেলে সোহাগ মিয়া (১৮)। তাদের মধ্যে সুফিয়া বেগম ও নান্নুর অবস্থা আশঙ্কাজনক।

তাদের বাড়ি ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল গ্রামে। স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে নিচতলায় বিকট শব্দ হয়। এরপর খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল রানা জানান, ধারণা করা হচ্ছে লিকেজ থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পরিবারের চারজনই দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে মনে হয়েছে।

NC/WA/SA
আরও পড়ুন