ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৭ দিন বন্ধ থাকবে দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশন

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১১:০৮ এএম

আগামী বুধবার (১৭ এপ্রিল) পর্যন্ত ঢাকা-কোলকাতার মধ্যে চলাচলকারী  মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াতের জন্য চালু থাকছে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট। 

ঈদুল ফিতর,পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সোমবার (৮ এপ্রিল) থেকে রোববার (১৪ এপ্রিল) পর্যন্ত টানা ৭ দিন বন্ধ থাকবে দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ব্যবস্থাপক মির্জা কামরুল হক খবর সংযোগ ডটকমকে জানান, সোমবার (৮ এপ্রিল) থেকে দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানী-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের পর পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি। ঈদের আগে ও পরে সব মিলিয়ে ৭ দিন বন্ধ থাকবে শুল্ক স্টেশনের কার্যক্রম। আগামী রোববার (১৪ এপ্রিল) ছুটি শেষ হবে এবং  সোমবার (১৫ এপ্রিল) থেকে ফের রেলযোগে আমদানি-রপ্তানি শুরু হবে।

তিনি আরও জানান, ঈদের সময় ভারতগামী যাত্রীদের খুব একটা চাপ না থাকায় ভারত-বাংলাদেশ রেলওয়ে ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন রোববার(৭ এপ্রিল) থেকে বুধবার (১৭ এপ্রিল) পর্যন্ত বন্ধ রাখার যৌথ সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরে ভারতের যে খালি ওয়াগনগুলো রয়েছে, সেগুলো ঈদের আগেই পর্যায়ক্রমে ফেরত পাঠানো হবে। কারণ, ওয়াগনের জন্য ভারতকে একটি নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হয়।

দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আতিকুর রহমান খবর সংযোগ ডটকমকে জানান, ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করার জন্য চেকপোস্টের কার্যক্রম চালু থাকবে। এমনকি ঈদের দিনও এ কার্যক্রমের কোনো ব্যত্যয় ঘটবে না। কার্যক্রম চালু রাখার স্বার্থে কিছু জনবল এ সময় দায়িত্ব পালন করবে।

HK/AST
আরও পড়ুন