ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্ত্রী হত্যার ২৮ দিন পর স্বামী গ্রেপ্তার

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৭:৩০ পিএম

ঢাকার ধামরাইয়ে স্ত্রী হত্যার ঘটনার ২৮ দিন পর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ এপ্রিল) দুপুরের দিকে পৌর শহরের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী হেলেনা বেগমকে (৩৬) ছুরিকাঘাতে হত্যা করে স্বামী মো. রানা ওরফে আশরাফ আলী (৩৬)। গত ১২ মার্চ গভীর রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া মধ্যপাড়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক সুজন সিকদার জানান, ঘটনার পরের দিন নিহত হেলেনার মা মমতাজ বাদি হয়ে ধামরাই থানায় আশরাফ আলীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে স্ত্রী হত্যার আসামি আশরাফ আলীকে গ্রেপ্তার করার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অবশেষে বুধবার দুপুরে পৌর শহরের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

AS/SA
আরও পড়ুন