কেএনএফের শীর্ষ নেতার অন্যতম সহযোগী গ্রেপ্তার

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৬:০৩ পিএম

বান্দরবানের রুমায় অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শীর্ষ নেতার অন্যতম সহযোগী লাল লিয়ান সিয়াম বমকে (৫৭) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

বুধবার (১০ এপ্রিল) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. নাজমুল হোছাইনের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ৯ এপ্রিল রাতে রুমার বেথেলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করেন যৌথ বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারকৃত লাল লিয়ান সিয়াম বম সদর ইউনিয়নের বেথেলপাড়া গ্রামে মৃত থন আলহ বমের ছেলে। 

বান্দরবানের রুমা ও থানচিতে দুটি ব্যাংকে ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের গ্রেপ্তার হওয়া ৫৪ জন সদস্যকে কারাগারে পাঠান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই নিয়ে কেএনএফের সদস্যদের গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল মোট ৫৫ জন।

AS/SA
আরও পড়ুন