৩১ দিন পর সোমালিয়ান জলদস্যুদের কবলে বন্দি থাকা বাংলাদেশি ২৩ নাবিক মুক্তি পেয়েছেন। মোটা অংকে মুক্তিপণ নিয়েই বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ নাবিককে মুক্তি দিয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করলেও তাৎক্ষণিক মুক্তিপণের পরিমাণ জানা যায়নি।
রোববার (১৪ এপ্রিল) ভোর পৌনে ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন কেএসআরএম’র মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম।
তিনি বলেন, নাবিকরা মুক্ত হয়েছেন। রোববার দুপুর ১২টায় কেএসআরএম প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা দেড়টায় মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ‘এমভি আবদুল্লাহ’ জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা রয়েছে। জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন।
