প্রভাতের প্রথম প্রহরে সংগীত সমাবেশ, আবৃতি, নৃত্য আর মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে বরিশালবাসী বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে।
রোববার সকাল ৭টায় নগরীর বিএম স্কুল প্রাঙ্গনে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে প্রভাতী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীন সাস্কৃতিক কর্মী মানবেন্দ্র বটব্যাল। এর পর এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে শুরু হয় সংগীত, আবৃতি, নৃত্য পরিবেশিত হয়। পরে বরিশালের বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান, রাখি বন্ধন ও ঢাক বাজিয়ে মঙ্গলশোভাযাত্রা শুরু হয়। এসময়ে মঞ্চে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অনেকেই।
সকাল ৯টায় বরিশালের চারুকলার আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি বিএম স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় অতিথি সহ নানান বয়সী মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।
পহেলা বৈশাখ উপলক্ষে চারুকলা সিটি কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উদীচীর বিএমস্কুল মাঠে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
