ফরিদপুর-রাজবাড়ী রেলরুটে রাজবাড়ীর পাঁচুরিয়ায় ফরিদপুরগামী ভাটিয়াপাড়া এক্মপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় পাঁচুরিয়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম আজাদ মোল্লা (৬৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবেদ মোল্লার ছেলে।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ওসি সোমনাথ বসু জানান, আজাদ মোল্লা ইচ্ছাকৃত ভাবে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন বলে ধারণা করছি। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
