ইতিমধ্যেই শেষ হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনী প্রচার-প্রচারণা। এখন প্রার্থী, কর্মী-সমর্থক ও ভোটরা রয়েছেন ভোট গ্রহনের অপেক্ষায়।
আগামীকাল (বুধবার ৮ মে) সকাল ৮টা থেকে শুরু হবে এ দুই উপজেলায় ভোটগ্রহণ এবং ভোটাররা ভোট দেবেন ব্যালটে। বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে মঙ্গলবার (৭মে) দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ওঅআইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর মাধ্যমে দুই উপজেলার ১২৫ টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
জানা গেছে, পাংশা ও কালুখালী উপজেলায় ৬ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস ও ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ দুই উপজেলায় ভোটার রয়েছে প্রায় সাড়ে ৩ লক্ষ। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭৭ হাজার ৬৬৪ জন ও মহিলা ভোটার রয়েছে ১ লক্ষ ৭১ হাজার ২৯ জন।
কালুখালী উপজেলা পরিষদ ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও রেলমন্ত্রীর স্নেহধন্য বর্তমান উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো (আনারস) প্রতীক নিয়ে রয়েছেন এগিয়ে। এছাড়া অন্যান্য প্রার্থীদের নাই তেমন কোন প্রচার-প্রচারণা। তবে (মোটরসাইকেল) প্রতীক নিয়ে আলোচনা রয়েছে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মো. এনায়েত হোসেন।
এই উপজেলায় ৪ জন চেয়ারম্যান, ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কালুখালীতে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৪৮৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৯ হাজার ২৭৩ এবং মহিলা ভোটার ৬৬ হাজার ২১২ জন।
এদিকে ১০ ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে গঠিত পাংশা উপজেলা পরিষদ। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের দুই হেভিওয়েট প্রার্থী (আনারস) প্রতীক নিয়ে দুইবারের উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. ফরিদ হাসান ওদুদ এবং (মোটরসাইকেল) প্রতীক নিয়ে রেলমন্ত্রীর স্নেহধন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো । ফলে এ উপজেলায় ভোট যুদ্ধের সম্ভাবনা রয়েছে।
এ উপজেলায় ২ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পাংশায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১৩ হাজার ২১০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮ হাজার ৩৯১ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৪ হাজার ৮১৭ জন।
অন্যদিকে ভোটগ্রহণ অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
