দিনাজপুর মেডিকেলে তিন নারী দালালসহ আটক ২১

আপডেট : ২০ মে ২০২৪, ০৬:৫৬ এএম

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে তিন নারীসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১১ জন রিপ্রেজেন্টেটিভ ও ১০ জন দালাল চক্রের সদস্য।

রোববার (১৯ মে) টানা সাড়ে ৫ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম আটকের সংবাদটি নিশ্চিত করে বলেন, রোববার সকাল সাড়ে দশটার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনাকালে রোগীদের সঙ্গে প্রতারণা করার উদ্দেশ্যে সন্দেহ ভাজক ৩ নারী ও ১৯ পুরুষকে আটক করা হয়। 

আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগত ৮০ শতাংশ দরিদ্র পীড়িত সেবা প্রার্থীরা নানাভাবে প্রতারণা ও স্থানীয় ক্লিনিকে ভর্তি হওয়ার জন্য প্ররোচনার শিকার। কিছু সংখ্যক দালাল রোগী ও রোগীর নিকটে থাকা মোবাইল ও টাকা পয়সা চুরি করে নেয়। বিশেষ করে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে শনিবার ও মঙ্গলবার ১২টার পর ডাক্তারের সাক্ষাতের নিয়ম থাকলেও তারা প্রতিদিন সকাল থেকেই ডাক্তারের রুমের সামনে ভিড় জমিয়ে সেবা প্রার্থীদেরকে ঢোকার ক্ষেত্রে বিভ্রান্ত সৃষ্টি সহ প্রেসক্রিপশনের ছবি উঠানোর জন্য হুমড়ি খেয়ে পড়ে এবং ব্যক্তিগত ডকুমেন্টস নিয়ে সম্মানে আঘাত হানে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, কিছু লোককে আটক করা গেলেও মোস্ট ওয়ান্টেড রুনা সহ আরও বেশ কয়েকজন আছে তাদের কেউ শীঘ্রই গ্রেপ্তার করা হবে। দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগত সেবা প্রার্থীরা যাতে এ ধরনের শিকার না হয় এজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

AH
আরও পড়ুন