ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৩০ পিএম

আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দরে ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যবসায়ী সংগঠন। তবে  স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন,  আগামী ১০ অক্টোবর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেকের স্বাক্ষরিত এক পত্রে বন্ধের বিষয়টি আমাদের জানিয়েছেন। সে অনুযায়ী উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৯-১৪ অক্টোবর পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাবন্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটিসহ ৯ অক্টোবর থেকে টানা ছয় দিন বন্ধের পর আগামী ১৫ অক্টোবর সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হবে। তবে আমদানি রপ্তানি ছাড়া বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

RA/SM
আরও পড়ুন