দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে। এদিকে একদিন ৩৫ ট্রাক কাঁচা মরিচ আমদানি হওয়ায় প্রতি কেজিতে কাঁচা মরিচের দাম কমেছে ৪০ টাকা।
পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলুনায় আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) হিলি খুচরা বাজার ঘুরে দেখা যায়, একদিন আগে আমদানিকৃত পেঁয়াজ মানভেদে ৭০ টাকা থেকে ৭৫ টাকা কেজি দর বিক্রি হলেও আজ তা প্রতি কেজিতে ১৫ টাকা বৃদ্ধি করে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । আর দেশীয় পেঁয়াজ প্রতি কেজিতে ১০ টাকা বাড়িয়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি কাস্টমস জানায়, চলতি সপ্তাহের তিন দিন ভারতীয় ৪৫টি ট্রাকে এক হাজার ২৪৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়।
হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানায়,সম্প্রতি ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ বদ্ধি পাওয়ায় গত মাসের (১৩ সেপ্টম্বর) পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক থেকে কমিয়ে ২০ শতাংশ ও রপ্তানি মূল্য প্রতি মেট্রিক টন ৫৫০ মার্কিন ডলার থেকে ১৪৫ ডলার কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন পেঁয়াজ আমদানি হলেও চাহিদার তুলুনায় আমদানি কম হওয়ায় খুচরা বাজারে দাম বেড়েছে । তবে পূজার আগে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই।
