ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চিরকুটসহ হাসপাতালে নবজাতক 

‘বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এক নবজাতক কন্যাশিশুকে ফেলে গেছেন তার স্বজনেরা। শিশুটির সঙ্গে পাওয়া গেছে একটি বাজারের ব্যাগ, কিছু প্রয়োজনীয় সামগ্রী এবং একটি চিরকুট।  

চিরকুট লেখা ‘আমি মুসলিম। আমি একজন হতোভাগি। পরিস্থিতির স্বীকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্মতারিখ ৪ নভেম্বর ২০২৫, রোজ মঙ্গলবার। এগুলো সব বাচ্চার ওষুধ।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শিশুটিকে পেডিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তি রেজিস্টারে শিশুর ঠিকানা লেখা হয়েছে- ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী।

ইন্টার্ন চিকিৎসক ডা. গোলাম আহাদ বলেন, ‘পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি শিশুটিকে হাসপাতালে নিয়ে এসে নিজেদের পরিচয় দেন নানা-নানী হিসেবে। মা নিচে আছেন বলে জানান তারা। কিন্তু পরে শিশুসহ তারা চলে যান।’

পরে শিশু ওয়ার্ডের বাইরে একা অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। অনেক খোঁজাখুঁজি করেও শিশুর মা বা পরিবারের অন্য কাউকে পাওয়া যায়নি।

ডা. আহাদ আরও জানান, শিশুটি বর্তমানে সুস্থ আছে। তাকে ফটোথেরাপি দেওয়া হয়েছে এবং ওয়ার্মারে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, নবজাতককে ব্যাগে করে হাসপাতালে আনা হয়েছিল।

FJ
আরও পড়ুন