বেনাপোল প্রতিনিধি: যশোরের একটি বাড়ি থেকে দেশিয় অস্ত্র, গুলিসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ জব্দের ঘটনা ঘটেছে।
এরসঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহাদত হোসেন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ মার্চ) মধ্যরাতে শহরের শংকরপুর চোপদারপাড়া শাহাদতের বসত ঘরের পাশের কক্ষে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও এর সরঞ্জাম জব্দ করা হয়। এই কক্ষটি অস্ত্র তৈরি কারখানা বলে দাবি ডিবির।
অভিযান পরিচালনাকারী ডিবির উপপরিদর্শক(এসআই) শাহিনুর রহমান জানান, চোপদারপাড়ায় একটি বসতঘরের সঙ্গে লেদ বসিয়ে অস্ত্র তৈরির করা হচ্ছিল। এটি কারখানা। এর সন্ধান পেয়ে সেখানে পুলিশের অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে একটি দেশিয় পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অস্ত্র তৈরিতে জড়িত থাকায় শাহাদত নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। শাহাদত পেশায় লেদমিস্ত্রী।
যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, ২৬ মার্চ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় অস্ত্র, মাদক চোরাচালানের অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ যশোরের অস্ত্র কারখানায় অভিযান চালিয়েছে।
এর আগে গত বছর অক্টোবরে পুলিশের অভিযানে আরও একটি ঘরে লেদ মেশিন দিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় কারখানার মালিক আজিজুল ইসলামসহ তিনজনকে পাঁচটি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।
#কেকে
