কুমিল্লা ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে, কুমিল্লা সদরের পালপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে আদর্শ সদর উপজেলার গোমতী নদীরপাড় পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার আড়াইওড়া উত্তরপাড়া এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন (১৫), ভুবনগড় এলাকার মৃত মনির হোসেনের ছেলে মিনহাজুল ইমন (১৬) এবং বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন (১৫)।
কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, আড়াইওরা মধ্যপাড়া এলাকায় আহাদের মামার বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে মোটরসাইকেল যোগে বাড়ি পৌঁছে দিচ্ছিল আহাদ ও ইমন।
পথে পালপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এদিকে, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। ঘন কুয়াশায় ধলেশ্বরী-২ সেতুর রেলিংয়ে কাভার্ডভ্যান প্রাইভেটকারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কৃষককে কুপিয়ে হত্যা, আহত ৫