নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াত যৌক্তিক সময় দিতে চায় বলে জানয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিভাগগুলোর সংস্কার সম্পন্ন করা সম্ভব। অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। এরপরও বলবো একটা নিরপেক্ষ নির্বাচন করতে রাষ্ট্রীয় প্রস্তুতি নিতে যৌক্তিক সময় দিতে প্রস্তুত রয়েছে জামায়াতে ইসলামী।
সোমবার (২৭ জানুয়ারি) নড়াইল সদরে হবখালী হামিদুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার এ সব কথা বলেন।
সংস্কার ও নির্বাচনের বিষয়ে তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিগত সরকারের সময়ে রাষ্ট্রের সব বিভাগ দুর্নীতিগ্রস্ত হয়েছে। এটার জন্য সময় লাগবে। সেটা না হয় নির্বাচিত সরকার করুক। কিন্তু নির্বাচন করার জন্য রাষ্ট্রের যে অঙ্গগুলো সংশ্লিষ্ট আছে, সেগুলো তো সংস্কার করতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত তাড়াতাড়ি রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের প্রস্তাবনাগুলো বাছাই করা। প্রয়োজনে সরকার মতবিনিময় করতে পারে এবং খুব অল্প সময়ে সংস্কারগুলো করতে পারে।’
নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরে জামায়াতের সেক্রেটারি বলেন, নির্বাচনের পূর্বশর্ত হলো, নির্বাচনটা হতে হবে ১৪, ১৮, ২৪-এর মতো নয়; মানুষ যাতে সহজভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দলের মতামত প্রকাশের স্বাধীনতা আছে। জামায়াত ইসলামী পক্ষ থেকে আমাদের আমির জাতির উদ্দেশে আগেই বলেছেন, কোনো রকম সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন ওই আগের মতোই হবে। ১৫ বছরের এত শাহাদাত, এত রক্তদান, এত জীবন, এত কোরবানি—সবকিছু বৃথা চলে যাবে। সেই জন্য সংস্কার ছাড়া কোনও নির্বাচন নয়। এটাই আমাদের কথা।’
সাংবাদিক সঙ্গে আলাপের আগে তিনি নড়াইল জেলা জামায়াতের সাবেক আমির নুরুন নবীর (জিহাদী) জানাজায় অংশ নেন।
দ্রুত সংস্কার করে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন চায় জনগণ: গোলাম পরওয়ার
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে সবাই ঐকমত্য: গোলাম পরওয়ার