ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তিন দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০ পিএম

নারায়ণগঞ্জের কাঁচপুরে আশিক মিয়া নামে এক শ্রমিককে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মহসিনের আদালত এ আদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, এ মামলার সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলায় সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে মামলার আসামিরা ছাত্র জনতার ওপর হামলা করে। এসময় তাদের ছোড়া গুলিতে নিহত হন পোশাক কারখানার শ্রমিক আশিক মিয়া। এ ঘটনায় নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে ২২ আগস্ট সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

এর আগে, সকালে কঠোর নিরাপত্তায় পতন হওয়ার আওয়ামী সরকারের সাবেক আইনমন্ত্রী বিচার ও সংসদ বিষয়ক সাবেক মন্ত্রী আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। পরে আনিসুল হককে আদালত থেকে বের করা হলে তার ফাঁসির দাবিতে নানা শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন স্থানীয় জনতা।

এই মামলায় আনিসুল হক ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ দলীয় জেলার সাবেক পাঁচ সংসদ সদস্য শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু, আবদুল্লাহ আল কায়সার, লিয়াকত হোসেন খোকাসহ ১৬৫ জনের নাম এ মামলায় উল্লেখ রয়েছে।

SN