উত্তরের জেলা দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ নেমেছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় দেশের অন্যতম শীতলতম জনপদে পরিণত হয়েছে এই জেলা।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
ভোরের আলো ফোটার আগেই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে দিনাজপুরের মাঠ-ঘাট ও সড়ক-জনপদ। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ে কুয়াশার দাপট। হিমেল বাতাসের ধারালো ঠান্ডা আর কুয়াশার ঘনত্ব মিলে সৃষ্টি করেছে শীতের তীব্র অনুভূতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পুরো জেলা থাকছে ঘন কুয়াশাবৃত। ফলে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।
শীতের এই তীব্রতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। বিশেষ করে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। অটোরিকশাচালক আবেদ আলী বলেন, ‘গত সপ্তাহ থেকে ঠান্ডা বাতাস বইছে, মানুষ ঘর থেকে কম বের হচ্ছে। এতে আমাদের ভাড়াও কমে গেছে।’
সড়কে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিকরাও। ট্রাকচালক তাহের ইসলাম বলেন, ‘গত কয়েক দিন ধরে কুয়াশা ও ঠান্ডা বেশি থাকায় গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে।’
১৮ ডিগ্রি তাপমাত্রায় শুরু ঢাকার সকাল, শুষ্ক থাকবে আবহাওয়া