নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাটাত্তা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
দগ্ধরা হলেন আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪) এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)।
দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, তার ভাই, মা এবং দুই মেয়ে ওই বাসার নিচতলায় ভাড়া থাকতেন। ভোরে রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়, যার ফলে তারা গুরুতরভাবে ঝলসে যান। প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান নিশ্চিত করেছেন, সকালে নারায়ণগঞ্জের ওই বাসা থেকে গ্যাসের চুলাজনিত আগুনে দগ্ধ চারজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। দগ্ধদের মধ্যে আলাউদ্দিনের শরীরের ৪০ শতাংশ, শিফা আক্তারের ১২ শতাংশ, সিমলা আক্তারের ৩০ শতাংশ এবং জরিনা বেগমের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা সকলেই ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আজহারুল ইসলাম মান্নান