ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডেভিল হান্ট:  সুনামগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার

‘মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ২টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নস্থ কানামইয়া বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২১ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা শাহিনুর তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহিনুর তালুকদার উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা ও তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ২টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নস্থ কানামইয়া বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, গ্রেপ্তার হওয়া শাহিনুরের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

AA
আরও পড়ুন