কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা মো. রুবেল মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে তাকে উপজেলা ৮নং চাপিতলা ইউনিয়নের চাপিতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রুবেল মিয়া ঢাকা মহানগরী উত্তর ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কিছু দিন ধরেই নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রবণতা বেড়েছে। তারই একটার প্রস্তুতি নিচ্ছিলেন রুবেল মিয়া। গতকাল ভোরে চাপিতলা গ্রামে অভিযান কার্যক্রম চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাঙ্গরাবাজার থানার ওসি মাহফুজুর রহমানের একটি দল।
আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি রাজধানীতে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিপল্পনা ও নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল আয়োজনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতেন বলে জানা গেছে।
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার