ব্রহ্মপুত্রে গোসলে নেমে নিখোঁজ দুই ভাই

আপডেট : ১১ মে ২০২৫, ১০:২৭ এএম

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ইমরান হো‌সেন ও ইব্রা‌হিম আলী না‌মে দুই ভাই নিখোঁজ।

শ‌নিবার (১০ মে) বিকেল ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। নিখোঁজ দুই ভাই একই ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয় বা‌সিন্দা হায়দার আলী বলেন, শ‌নিবার বিকেল ৩টার দি‌কে সহপাঠী রা‌ফি ইসলামসহ ব্রহ্মপুত্র নদে গোসল ক‌রতে না‌মে ইমরান ও ইব্রা‌হিম। এ সময় রা‌ফি তীরে উঠ‌তে পার‌লেও তারা দুজন ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি ক‌রলেও তা‌দের পাওয়া যায়নি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ব‌লেন, বিষয়‌টি আমার জানা নেই, খোঁজ নিচ্ছি।

RK