কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ইমরান হোসেন ও ইব্রাহিম আলী নামে দুই ভাই নিখোঁজ।
শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই ভাই একই ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা হায়দার আলী বলেন, শনিবার বিকেল ৩টার দিকে সহপাঠী রাফি ইসলামসহ ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে ইমরান ও ইব্রাহিম। এ সময় রাফি তীরে উঠতে পারলেও তারা দুজন ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তাদের পাওয়া যায়নি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিচ্ছি।
