ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে পিকআপের ধাক্কায় শাহারিয়া আজাদ তালহা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো দুইজন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তালহা বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী গ্রামের বাসিন্দা আজাদ বেপারীর ছেলে এবং স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আহতরা হলেন- বার্থী গ্রামের নুর আলম গোমস্তার ছেলে হিমেল গোমস্তা এবং একই গ্রামের সোহেল মালের ছেলে শাহীন মাল।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, তালহা ও তার দুই বন্ধু মোটরসাইকেলে বার্থী বাজারের উদ্দেশে আসার সময় অজ্ঞাতনামা একটি পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তালহা নিহত ও দুই আরোহী আহত হন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পর চালক পিকআপটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এছাড়া আহতদের প্রথমে গৌরনদী ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
