ঢাকা
সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

কালা মানিকের দাম হাঁকা হচ্ছে ৮ লাখ

আপডেট : ২৪ মে ২০২৫, ১১:২৯ এএম

ঈদুল আজহা উপলক্ষ্যে সারাদেশে ব্যস্ত সময় পার করছেন গরুর বেপারি ও খামারিরা। পরম যত্নে তিলে তিলে বড় করে তোলা প্রিয় পশুটিকে বিক্রির জন্য প্রস্তুত তারা। এমনই একজন চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর গ্রামের মিজানুর রহমান। প্রায় চার বছর ধরে একটি গরুকে লালনপালন করে আসছেন তিনি। ভালেবেসে প্রিয় পশুটির নাম দিয়েছেন কালা মানিক।

কালা মানিক নামের গরুটির শরীরের বেশিরভাগ অংশ কুচকুচে কালো। প্রায় ৮০০ কেজি ওজনের গরুটির দাম চাওয়া হচ্ছে আট লাখ টাকা।

মিজানুর বলেন, কালা মানিককে প্রায় চার বছর ধরে লালনপালন করছেন। দেশীয় প্রজাতির ঘাস ও ফল-ফলাদি খাওয়ানো হয় কালা মানিককে। পরম আদরে কালা প্রাণিটিকে লালন-পালন করছি। দিনরাত পরিচর্যাসহ দেখাশোনা করছি। কোনো প্রকার ওষুধ ছাড়াই ষাঁড়টিকে খেতে দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাওকাত হোসেন সুমন বলেন, এ উপজেলার সবচেয়ে বড় ষাঁড় কালা মানিক। প্রাকৃতিক খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করা করেছে। আশা করছি, কোরবানির পশুর হাটে কালা মানিক ভালো দামে বিক্রি হবে।

SN
আরও পড়ুন