মুজিবনগরের সোনাপুর সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে পুশ ইন (ঠেলে দিয়েছে) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৯ জন শিশু রয়েছে। তাদেরকে মুজিবনগর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
রোববার (২৫ মে) ভোরে সীমান্তের কাটাতারের গেট খুলে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়।
ভারত থেকে আসা কয়েকজনের দাবি, তারা সবাই বাংলাদেশি। অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে যান। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে রোববার ভোরে বিএসএফ তাদের নিয়ে আসে মুজিবনগরে সোনাপুর সীমান্তে। সেখানে কাটাতারের বেড়ার গেট খুলে জোরপূর্বক বাংলাদেশে আসতে বাধ্য করে বিএসএফ।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ১৯ জনই বাংলাদেশি বলে দাবি করেছেন। তবে তাদের কাছে জাতীয় পরিচয়পত্র না থাকায় বাংলাদেশি কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। নীলফামারি ও কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা বলে তারা পুলিশের কাছে দাবি করেছেন। তাদেরও দেওয়া পরিচয় যাচাই করার পর তাদের বিষয়ে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত ২