ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উপহারসহ খালেদা জিয়ার বাসভবনের পথে কৃষক সোহাগ

আপডেট : ০৫ জুন ২০২৫, ১২:৪৩ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ফ্রিজিয়ান জাতের একটি বিরল প্রজাতির ষাঁড় নিয়ে রাজধানীর গুলশানের পথে রওনা হয়েছেন পটুয়াখালীর আলোচিত কৃষক সোহাগ মৃধা।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি বাজার থেকে সুসজ্জিত গাড়ি বহরসহ ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। এই আয়োজনে রয়েছে তিনটি সুসজ্জিত ট্রাক, ব্যান্ড পার্টি, সাউন্ড সিস্টেমসহ বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়া সোহাগ মৃধার সঙ্গে রয়েছেন ছেলে এবং প্রায় অর্ধশত সঙ্গী।

প্রায় ৩৫ মণ ওজন, ১০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার বিশাল আকৃতির এই ষাঁড়টির নাম ‘কালো মানিক’। কুচকুচে কালো রঙের জন্য এলাকাবাসীর কাছে এই নামেই পরিচিত হয়ে উঠেছে গরুটিকে। সকাল থেকেই ষাঁড়টিকে এক নজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন শত শত মানুষ। পরে স্থানীয়দের অনুরোধে কালো মানিককে নিয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঢাকার উদ্দেশে রওনা দেন সোহাগ মৃধা।

সোহাগ মৃধা বলেন, কালো মানিককে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি। এটিকে আমি নিজেই ঢাকায় নিয়ে গিয়ে বেগম জিয়ার হাতে উপহার হিসেবে তুলে দিতে চাই। আমি শুধু চাই আমার নেত্রী যাতে আমার উপহারটি গ্রহণ করে। আর এতেই আমি খুশি।

তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপহারটি গ্রহণ করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জানান, সোহাগ আমার ভাতিজা, এই গরুটি ওর পরিবারের শেষ সম্বল। আর সেই গরুটিকেই সে আমাদের নেত্রীর জন্য উপহার  হিসেবে নিয়ে যাচ্ছেন। এটি একজন কর্মীর আবেগের বহিঃপ্রকাশ। তাকে অনেকবার বোঝানোর পরও সে কিছুতেই বুঝতে চাচ্ছে না। তাই আমদের সবার অনুরোধ মমতাময়ী মা এবং আমাদের সবার নেত্রী খালেদা জিয়া যাতে এই উপহারটি গ্রহণ করেন।

SN
আরও পড়ুন