ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গোপালগঞ্জ আ. লীগের সাধারণ সম্পাদক বেনাপোলে আটক

আপডেট : ১০ জুন ২০২৫, ১২:৪৬ পিএম

ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি গোপালগঞ্জ সদরের বীণাপাণি গার্লস স্কুল রোড এলাকার মৃত মইনদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, গোপন সূত্রে ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারে। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে সকাল ১১ দিকে তার পাসপোর্টটি ডেস্ক এ জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন ইমিগ্রেশনে আটক আসামীকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে। যেহেতু গোপালগঞ্জ থানায় তার নামে মামলা রয়েছে।

SN
আরও পড়ুন