ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সংবাদ সম্মেলনে জামায়াত

লক্ষ্মীপুরে খুনের পর খুনিদের উল্লাস

আপডেট : ১০ জুন ২০২৫, ০১:৪৩ পিএম

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত বাঙ্গাখাঁ ইউনিয়নের জামায়াত নেতা কাউছার আহমেদ মিলন হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলনে করেছে জেলা জামায়াত। 

১০ জুন (মঙ্গলবার) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসেন নুর নবী বলেন, গত বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার রাজিবপুর এলাকায় স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি ও মসজিদের ইমাম কাউছার আহমেদের উপর স্থানীয় রিয়াজ, রণি, কামাল মেম্বার, সোহাগ, রকি, বাবুল, সাহেদ, সুমন, স্বপনসহ ১৫/২০ সন্ত্রাসী হামলা চালায়।

পরে আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ত্রাসীরা তাকে হাসপাতালে ভয় দেখায় বাধ্য হয়ে তিনি বাড়িতে চলে আসায় ওই রাতেই প্রাণ হারান। এ ঘটনায় ৫ দিন পার হলেও মামলার কোন আসামী করেনি পুলিশ। ঘটনার দিন হামলা ও কাউছার নিহত হওয়ার পর খুনিরা এলাকায় স্লোগান দিয়ে উল্লাস করে মিছিল করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও জানান, জেলা বিএনপি কর্তৃক সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যে দিয়েছে বলে অভিযোগ করে এ ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। সম্মেলনে ঢাকা উত্তর মহানগরী জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম, নায়েবে আমির এ আর হাফিজ উল্যা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাড. মহসিন কবির মুরাদ, পৌর শাখা সভাপতি আবুল ফারাহ নিশান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিহত কাউছার আহমেদ রাজিবপুর এলাকার মৃত মমিন উল্যার ছেলে ও বাঙ্গাখাঁ ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। এ ঘটনায় বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে ৮ জুন (রোববার) রাতে  নিহতের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

SN