মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা কিন্ডারগার্টেন সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪’এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার (১৪ জুন) সকাল ১১ টায় সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
টঙ্গীবাড়ি উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি বিএম আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা আগামী প্রজন্মের শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সফল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে তাদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছিরউদ্দিন জুয়েল, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, সমাজসেবক মো. শামীম মোল্লা, টঙ্গীবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি খায়রুল বারী মল্লিক রনি, আউটশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুল ইসলাম খান, মুজিবুর টিম্বার এন্ড স'মিলের ম্যানেজিং ডিরেক্টর মো. মুজিবুর রহমান সরদার, হাসাইল সানরাইজ কিন্ডারগার্টেনের পরিচালক মো. নাদিম জামান (বিদ্যুৎ বেপারী)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানের পৃষ্টপোষক ও বিশিষ্ট শিক্ষাবিদগণ। তাদের মধ্যে ছিলেন সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, টঙ্গীবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এন্ড ট্রাস্ট এসোসিয়েশনের সভাপতি মো. আক্তার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন টংগিবাড়ী উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সকল অধ্যক্ষবৃন্দ।
