ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ আরও এক বিএনপি কর্মীর মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত ২ গ্রুপের সংঘর্ষে আহত  আরও একজন মারা গেছে। নিহত বিএনপি কর্মীর নাম রায়হান খান (২২) চরডুমুরিয়া খানবাড়ির রুস্তম খানের ছেলে।

মঙলবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এই নিয়ে ২ জন নিহত হলেন।

এর আগে সোমবার (১০ নভেম্বর) ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান পক্ষের জিন্নত মীর, হোসেন মীরদের সাথে ফ্রান্স প্রবাসী বিএনপি নেতা আব্দুর রহিম মোল্লা পক্ষের আরিফ মীরদের সঙ্গে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়ে বিএনপি কর্মী আরিফ মীর (৩৮) নিহত হন।

এ সময় ইমরান ও রায়হান খান গুলিবিদ্ধসহ আরও একাধিক ব্যক্তি আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার পর থেকে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজারের আশেপাশে চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর ওসি এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, এর আগে একজন নিহতের ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘটনাস্থল ও আশেপাশে পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর আধিপত্য নিয়ে এই মোল্লাকান্দি ইউনিয়নে একই বিরোধের জেরে তুহিন দেওয়ান নামে আরও এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছিল। একটি হত্যার রেস কাটতে না কাটতে ৯ দিনের মধ্যে আরও ২ হত্যার ঘটনা মোল্লাকান্দি ইউনিয়নে চরম আতঙ্ক বিরাজ করছে। ফলে পৃথক ঘটনায় গত ৯ দিনের মধ্যে এই ইউনিয়নে মোট ৩ জন নিহত হলেন।

NJ
আরও পড়ুন