ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টাঙ্গাইলে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২১

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৫:৩০ এএম

টাঙ্গাইলের ধনবাড়ীতে কুকুরের কামড়ে নারীশিশুসহ ২১ জন আহত হয়েছেনগুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

বুধবার (৩০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ধনবাড়ী উপজেলার বিলাশপুর, হারিনাতেলী, নল্যা মাধববাড়ী এলাকায় একটা পাগলা কুকুর মানুষকে কামড়াতে থাকে। এতে ২১জন আহত হন।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরটি প্রায় ২১ জনকে কামড় দেয়। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। ২০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

khk
আরও পড়ুন